শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

প্যানেল মেয়র শাহেনা আকতার পাখির মনোনয়ন দাখিল

নিউজ রুম / ১০৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১.২.৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে , বর্তমান কাউন্সিলর ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি এলাকার শত শত জনগণকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেলে এলাকার মান্যগন্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর বর্তমান প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, গত পাঁচ বছর সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করেছি। সব সময় মানুষের মতামত কে প্রাধান্য দিয়েছি। জনগণের সবাই নিয়েযিত ছিলাম পাঁচ বছর। মানুষের ভালোবাসা দেখে আবারও মনোনয়ন পত্র দাখিল করলাম। জনগণ আমাকে আবারও নির্বাচিত করলে বাকি জীবনটা তাদের খাদেম হিসেবে কাটিয়ে দেবো।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, কাউন্সিলর পাখির পিতা সাবেক চেয়ারম্যান আবদুল গনি, মধ্যম নুনিয়াছড়া সমাজ কমিটির সিনিয়র সহসভাপতি মনজুর সওদাগর, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজ্জাক সিকদার, নারীনেত্রী শামীমা আক্তার শিমু, নুরপাড়া সমাজ কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন জুনু, দুনিয়ার ছড়া সমাজ কমিটির সদস্য সিরাজুল হক, আলী আহমদ, ঠিকাদার মোস্তফা, মুজিবুর রহমান সহ বিভিন্ন সমাজের নেতৃবৃন্দসহ অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর শত শত এলাকার নারী পুরুষ, স্লোগানে স্লোগানের মুখরিত করে তুলে পুরো এলাকা।
শাহেনা আকতার পাখি কক্সবাজার পৌরসভার বর্তমান প্যানেল মেয়র। পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সবসময় মাঠে ছিলেন। দুর্যোগ, দুঃসময়ে জনগণ যেকোনো সময়ই তাকে কাছে পেয়েছে। এবারের নির্বাচনেও শাহেনা আকতার পাখি বিপুল ভোটে নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা সবার।


আরো বিভিন্ন বিভাগের খবর