বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া এলাকায়, ১ আগস্ট অগ্নিকাণ্ডে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে যায়। নিঃস্ব হয়ে যায় আগুনে পুড়ে যাওয়া ঘরের বাসিন্দারা। উত্তর নুনিয়া ছড়ায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘর বাড়ী পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে যান কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নিজ অর্থায়নে চাউল বিতরণ করার পাশাপাশি তাদের পাশে থাকার ঘোষণা দেন নারী নেত্রী ও প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি। ক্ষতিগ্রস্তরা প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখিকে কাছে পেয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।