বিডি প্রতিবেদক :
কক্সবাজারে জেলা বিএনপির সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন বর্তমানে দেশে চরম সংকট চলছে এটা একটি জাতীয় সমস্যা। বর্তমান সংসদ রাতের ভোটে নির্বাচিত। তাই এটি বৈধ হতে পারেনা। তিনি শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে সকলকে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেলে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় চত্বরে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।