বিডি প্রতিবেদক :
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা : পরিপ্রেক্ষিত কক্সবাজার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে।
মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জুম প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, বাংলাদেশ ট্যুরিজ বোর্ডর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজওয়ানের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার সালাম।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, কক্সবাজার রেস্তোরা মালিক সমিতির সভাপতি নাঈমুল হক চৌধুরী টুটুল, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু, কক্সবাজার ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, ওমর ফারুক হিরো, কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআই আক্তার কামাল, কাউন্সিলর নাসিমা আক্তার বকুল, টুর অপারেটর এসোসিয়েশন অফ কক্সবাজারের সভাপতি আনোয়ার কামাল।
সেমিনারে গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
পরে স্টেট ফুড বিক্রিকারীদের মাঝে কিছু সামগ্রী বিতরণ করা হয়।