চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া পৌরশহরের ওয়েষ্টার্ণ প্লাজা মার্কেটের নবরূপা দোকান থেকে অভিনব কায়দায় টাকা ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার বিকেলে টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে।
এবিষয়ে নবরূপা দোকানের মালিক ছালেহ আহমদ জানান,ঘটনার দিন দোকানে কয়েক জন মহিলা ক্রেতা কেনাকাটা করছিল।এসময় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা সাইফুল ইসলাম নামের আমার পরিচিত একলোক প্রতিদিনের ন্যায় এদিনেও দোকানে এসে টাকা বাজ করে-করে গণনা করছিল।এমতাবস্থায় অপরিচিত দু’জন লোক আসে।তারা ইরানি ভাষায় কথা বলছিল।এসময় আমি সাইফুলকে টাকা ভিতরে নিচে নামিয়ে গুনতে বলি।এসময় তারা এক হাজারি একটি নোট বের করে,বাংলাতে ভাংতি দিতে বলে নোট তার হাতে দেওয়া মাত্রই,সে অজ্ঞানের মত হয়ে রইলো।এই ফাঁকে তার হাতে থাকা প্রায় ২৯ হাজার টাকার মত ছিনিয়ে নিয়ে দ্রুত দোকান থেকে বের হয়ে উধাও হয়ে যায়।
এমতাবস্থায় আমি সাইফুলের দিকে থাকিয়ে তাকে ঝাঁকি দিলে সে চমকে উঠে।পরে বলে আমার টাকা কয়?তখন আমি তাড়াতাড়ি এই ছিনতাইকারীদের কে খোঁজাখুঁজি শুরু করেও কোন খদিস পাইনি।তাই আমার দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছি বলে জানিয়েছেন।চকরিয়া পৌরশহরের বিভিন্ন