সাকলাইন আলিফঃ
চকরিয়াতে লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ জুন) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে এনআরসি ফিলিং নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। চকরিয়া উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মো: রাহাত উজ জামান উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন,প্রতিষ্ঠানটি বিস্ফোরক পরিদর্শক বরাবর এলপি গ্যাসের লাইসেন্সের আবেদন করেছে,কিন্তুু তা পায়নি।
বিস্ফোরক পরিদপ্তর তাদেরকে গ্যাস সরবরাহ না করার জন্য নোটিশ প্রদান করেন, কিন্তু নোটিশের নিষেধাজ্ঞা অমান্য করে
অনুমোদন ছাড়া গ্যাস বিক্রি করার অপরাধে,এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে তিনি জানান।
একই সাথে উক্ত প্রতিষ্ঠানকে লাইসেন্স না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।