বিডি প্রতিবেদক :
‘ আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়’ এমন চিরকুট লিখে কক্সবাজার শহরে কাউসার (২৬) নামের এক পর্যটক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২আগস্ট) রাত ১০টায় কক্সবাজার পৌরসভার কলাতলীর হোটেল মোটেল জোনের ‘হোটেল দি আলম’ এর ৪০৬ নম্বর কক্ষে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
কাউসার জয়পুরহাট সদরের সানাউল মাদ্রাসা এলাকার দিঘীপাড়া গ্রামের মো.মোফাজ্জল হোসেনের ছেলে।
এবিষয়ে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, কাউসার বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি। তবে ময়নাতদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
তিনি আরো বলেন, কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা না গেলেও তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট পাওয়া যায়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি এবং ওই চিরকুটে হোটেল কর্তৃপক্ষকে হয়রানি না করার কথাও লেখা রয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরেই ওই পর্যটক কক্ষটি ভাড়া নেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, কক্ষে মেলা চিরকুটগুলো নিহতের লেখা কিনা তাও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।