আহসান সুমন :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার বিকেল ৫ টায় শহরের লালদিঘির পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
তিনি বলেন, ১১ জুন দেশের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ দিন। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে সেনাসমর্থিত মেয়াদোত্তীর্ণ তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন কারাগার থেকে মুক্ত হন তিনি। কারাগারে বন্দি করা হলেও শেখ হাসিনার ২০০৭ সালের ৭ মে আমেরিকা থেকে প্রত্যাবর্তন ছিল মঙ্গলকর। ২০০৭ সালে ১১ জানুয়ারির পর তাঁর দেশে ফেরার ওপর বিধিনিষেধ জারি করে সামরিক তত্ত্বাবধায়ক সরকার। তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার সেই চক্রান্ত ব্যর্থ হয়। অবশেষে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। কিন্তু ১৬ জুলাই যৌথবাহিনী তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর ৩৩১ দিন কারাগারে বন্দি করে রাখে। সে সময় গণমানুষ তার অনুপস্থিতি গভীরভাবে উপলব্ধি করে। পরবর্তীতে তিনি দেশে ফিরে এসে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করেছেন৷
সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।