নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ার অবিভক্ত ভেওলা মানিকচর ও কোনাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হোছাইন সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের প্রাণপুরুষ সালাহউদ্দিন আহমদ। তিনি এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে পাঠানো এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, নুরুল হোছাইন সিকদার আমরণ জাতীয়তাবাদী আন্দোলনের কান্ডারি হিসেবে কাজ করেছেন। মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত তিনি জাতীয়তাবাদী আন্দোলনে শরিক ছিলেন।
তিনি বলেন, বিএনপি নেতা নুরুল হোছাইন সিকদারের মৃত্যু জাতীয়তাবাদী আন্দোলনে শূণ্যতার সৃষ্টি হয়েছে, যা সহজেই পূরণ হবার নয়।
সাবেকমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মরহুম নুরুল হোছাইন সিকদারের জন্য মহান আল্লাহর দরবারে বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করার জন্য প্রার্থনা করেন।
কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সদস্য নুরুল হোছাইন সিকদার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ভেওলা মানিকচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য নেতা-কর্মী, গুণগ্রাহী রেখে গেছেন।