বিডি ডেস্ক :
অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শেষে তিনি একথা জানিয়েছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে খেলবেন না। ফিরবেন এশিয়া কাপের দলে। গণভবন থেকে বেরিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার ও দেড় মাসের ছুটির কথা সংবাদমাধ্যমে জানান তিনি।
বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ঢাকায় ফেরেন। দুপুর আড়াইটার দিকে গণভবনে প্রবেশ করেন। সেখানে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী ও বোর্ড সভাপতি নাজমুল হাসানও।
তামিম বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।’
‘তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফী ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফী ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’
এসময় তামিমের পাশেই ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘যদি কেউ প্রেস কনফারেন্সটা দেখে এটা সবাই বুঝবে, আমার ধারণা তৈরি হয়েছিল সে আবেগী সিদ্ধান্ত নিয়েছে। আমার বিশ্বাস ছিল যদি সামনাসামনি আসতে পারে, তাহলে তার একটা সমাধান আসবে। ও আপনাদের সামনেই বলে গেল অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করছে। যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে ফিট না, সেজন্য দেড়মাস সময় নিয়েছে।’
চট্টগ্রামে আকস্মিক ডাকা সংবাদ সম্মেলনে অবসর ঘোষণার সময় আবেগাপ্লুত হয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছিলেন।
বৃহস্পতিবার রাতেই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালক সকলে। সভা শেষে বিসিবি সভাপতি বলেছিলেন, এখনও তামিমের ফেরার প্রত্যাশা করছেন।