কল্লোল দে :
কক্সবাজারে বিএনপি’র পদযাত্রা শেষ হওয়ার পরই আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়েছে ।
কক্সবাজারে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার আধা ঘন্টা পরেই শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
সমাবেশে বক্তারা কক্সবাজারের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকল প্রকার নৈ:রাজ্য রুখে দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ জেলারশীর্ষ নেতা, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।