বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, সামনে নির্বাচন, আওয়ামী লীগ আল্লাহর রহমতে সরকার গঠন করবে,আল্লাহ অদৃশ্য শক্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী করবেন। আল্লাহ শেখ হাসিনার জন্য ফেরেশতা পাঠাবেন। এটা যদি কেউ মনে করেন না করেন ঈমান চলে যাবে। ফেরেশতা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনকে পরিণত স্থানে পৌঁছে দেবেন। জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। এটাই সত্য এটাই বাস্তব।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া এই বক্তব্য নিয়ে দেশব্যাপী সৃষ্টি হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান এসব কথা বলেছেন।
মঙ্গলবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
সমাবেশ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, নবনির্বাচিত পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ জেলারশীর্ষ নেতা, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।