বিডি প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে কক্সবাজার জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথ ভাবে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে।
কক্সবাজার শহরের শহীদ স্মরণীর জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়া তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড.মোহাম্মদ ইউনুছ , সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারন সম্পাদক ফাহিমুর রহমান সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।