শিরোনাম :
ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: গুতেরেস রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আছিয়ার ধর্ষকদের সবোর্চ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ছাত্রদের মানববন্ধন

বিদায় নিলেন কক্সবাজারের মেয়র মুজিব; মাহবুবের দায়িত্ব গ্রহণ

নিউজ রুম / ৫০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

আহসান সুমন :
নিজের বিদায় এবং নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হাজারো জনতার সাথে নিয়ে নগর ভবনে গিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। যে দৃশ্যকে পৌরসভা প্রতিষ্ঠার ১৫৪ বছরের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত বলছেন সচেতন মহল।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পৌর ভবনে তৃতীয় তলার হলরুমে আয়োজিত বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এসময় ৮ মাস চাকরি জীবনের অভিজ্ঞতার আলোকে জেলা প্রশাসক বলেন, বিদায়ী মেয়র মুজিবুর রহমান সত্যিকারের একজন ভাল মানুষ এবং জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। সে কারণে মেয়র পদে না থাকলেও সরকারি দলের বড় একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি সারাজীবন মানুষের সেবা করে যাবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
একইভাবে বিশেষ অতিথির বক্তব্যে মেয়র মুজিবুর রহমানকে “কর্মবীর” হিসেবে আখ্যায়িত করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কাউন্সিলরদের পক্ষে হেলাল উদ্দিন কবির এবং বিদায়ী কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বক্তব্য রাখেন।
সভা শেষে মেয়র মুজিবুর রহমানকে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায়ী জানান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা।
এর আগে বিদায়ী বক্তব্যে দীর্ঘ ৫ বছরের শাসনামলে জনগণের সেবা করতে গিয়ে নিজের ভুল ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান মেয়র মুজিবুর রহমান। তিনি মেয়রের পদে না থাকলেও চাইলে নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমানকে পৌরবাসীর উন্নয়নে সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।
একইভাবে নিজের কাধে অর্পিত দায়িত্ব সততা, নিষ্টা এবং আন্তরিকতার সঙ্গে পালনের অনুভূতি ব্যক্ত করেন নতুন মেয়র মাহবুবুর রহমান।
আনুষ্ঠানিকতা শেষে বীরের বেশে বিদায় নিয়ে নতুন মেয়রের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন মেয়র মুজিব।


আরো বিভিন্ন বিভাগের খবর