বিডি প্রতিপাদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের ফাইলিংয়ে ব্যবহৃত রিক মেশিনের সিঁড়ি ছিটকে নিচে চাপা পড়ে দুইজন স্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ারবপরে সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপরজনকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিসমত আলী পাড়ার মৃত সিদ্দিক আহমদের পুত্র আবদু শুক্কুর (৫৫) ও মৃত কালা মিয়ার পুত্র সোলতান আহমদ (৪৫)।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ফাইলিংয়ের রিক মেশিনের সিঁড়ি ছিটকে পড়ে স্থানীয় দুই ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন বলেন, স্কুল ভবন নির্মাণের ফাইলিং সিঁড়ির রশি ছিঁড়ে দুইজন নিরীহ লোকের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে উক্ত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফেলতি আছে কিনা খতিয়ে দেখা হবে।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##