বিডি ডেস্ক :
চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম কলেজ এলাকার হযরত মিসকিন শাহ (রাঃ) এর মাজার সংলগ্ন কবরস্থানে কনিষ্ঠ সন্তানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে দেশ বরেণ্য কৃতি সাংবাদিক, কক্সবাজারের গর্বিত সন্তান হেলাল উদ্দিন চৌধুরীকে।
কক্সবাজার শহর থেকে তাঁর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি গতকাল শনিবার ভোরে নগরীর দেওয়ানজী পুকুর লেনের ভাড়া করা বাসভবনে পৌঁছে। এরপর সকাল থেকে চট্টগ্রামের সর্বস্তরের বিপুল মানুষ হেলাল উদ্দিন চৌধুরীকে এক নজর দেখার জন্য ভীড় জমায়। অসংখ্য ব্যক্তি ও সংগঠন শ্রদ্ধা জানিয়ে মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।
জোহরের নামাজের পূর্বে বাসভবন প্রাঙ্গন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় হযরত মিসকিন শাহ (রাঃ) মাজার সংলগ্ন মসজিদে। জোহরের নামাজের পর সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাযা। পরে হেলাল উদ্দিনের ইচ্ছানুযায়ী তাঁর প্রয়াত কনিষ্ঠ সন্তান তাজদিক উদ্দিন চৌধুরীর কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
কক্সবাজার শহরে জন্মগ্রহণকারী হেলাল উদ্দিন বর্তমানে দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো চিফ হিসাবে কর্মরত। ওই পত্রিকার তিনদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয় কক্সবাজারে। এ উপলক্ষ্যে তিনি আসেন তাঁর নিজ শহরে। ২৯শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে অনুষ্ঠানস্থলে তিনি অসুস্থবোধ করেন। এ সময় সহকর্মীরা তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় সকলকে শোকের সাগরে ভাসিয়ে অনন্তকালের পথে যাত্রা করেন তিনি। শুক্রবার রাত ১১টায় তাঁর প্রথম নামাজে জানাযা কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এরপর রাতেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম নগরীতে।
গতকাল তাঁর দ্বিতীয় নামাজে জানাযায় চট্টগ্রামের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, ব্যবসা, বানিজ্যসহ সকল ক্ষেত্রের নেতৃস্থানীয় ব্যক্তিমন্ডলীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে প্রথিতযশা সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়া শোক জানিয়েছেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম ও মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পেয়ারুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান এম, এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চাকসুর সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক বাজেশ চক্রবর্তী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুহাম্মদ আলী জিন্নাত, বর্তমান সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কক্সবাজার শহর শাখার সভাপতি মোহাম্মদ হোসাইন মাসু, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে বদিউল আলম, এস,এম আমিনুল হক চৌধুরী ও আতাহার ইকবাল, দৈনিক কক্সবাজার সম্পাদক ফাতেমা জাহান, চট্টগ্রামস্থ থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আশীষ ধর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বিশিষ্ট ব্যাংকার ও কবি জয়নুল আবেদীন মুকুল প্রমুখ।