শিরোনাম :
কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” পেকুয়ায় সন্তানের নির্যাতনের শিকার বয়োবৃদ্ধ পিতা যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফজলে করিম শহীদ ওয়াসিমের মায়ের পাশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোদ-বৃষ্টি আধার রাতে;আমরা আছি রাজপথে-চকরিয়াতে কেন্দ্রীয় সমন্বয়ক-হাসনাত আব্দুল্লাহ

পর্যটন নগরী কক্সবাজারে নানা আয়োজনে দৈনিক আমাদের সময় এর বর্ষপূর্তি উদযাপন

নিউজ রুম / ৩০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই শ্লোগানে পর্যটন শহর কক্সবাজারে নতুনধারার দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে ছিল নানা আয়োজন।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে কেক কেটে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমাদের সময়ের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক সরওয়ার আজম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, গণ মানুষের প্রিয় কাগজ দৈনিক আমাদের সময় হাটি হাটি পাপা করে ১৯ বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠতার জন্য এই পত্রিকার পাঠক অনেক বেশি রয়েছে। প্রতিনিয়ত দেশের নানা সমস্যা আর সম্ভাবনাকে তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে অনন্য ভূমিকা রাখছে দৈনিক আমাদের সময়। পত্রিকাটির দীর্ঘ পথ চলায় কোনো ধরণের অবাস্তব সংবাদ পরিবেশন চোখে পড়ে নাই। সত্যের পথে থেকে সত্য প্রচারে আরো একধাপ এগিয়ে যাক দৈনিক আমাদের সময় এ প্রত্যাশা করেন আলোচনায় অংশ নেওয়ারা।
এসময় উপস্থিত ছিলেন, এনটিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক একরাম চৌধুরী টিপু, একুশে টেলিভিশন প্রতিনিধি আব্দুল আজিজ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আইয়ুবুল ইসলাম, বার্তা সংস্থা ইউএনবি’র প্রতিনিধি দীপক শর্মা দিপু, লিওনেশন প্রতিনিধি জুনায়েদ আহমেদ,বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর জুলফিকার, দৈনিক আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইন উদ্দিন হাসান শাহেদ, ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নেছার আহমদ, দৈনিক ইনানীর হেড অব নিউজ শফি উল্লাহ শফি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক নুপা আলম, দৈনিক সমকালের প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন,আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ, দৈনিক আমাদের সময়ের রামু প্রতিনিধি শোয়েব সাঈদ, কক্সবাজার জেলা ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সভাপতি নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মামুন, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, আজাদ, প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর