বিডি প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে কক্সবাজারে অনশন কর্মসূচি পালন করছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল ১০ টা থেকে কক্সবাজার শহরের শহীদ সরণীর জেলা বিএনপির কার্যালয়ে এই অনশন কর্মসূচি শুরু হয়।
অনশন কর্মসূচিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজুল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা সপ্না সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী কে তার চিকিৎসা পাওয়ার যে সাংবিধানিক অধিকার সেখান থেকে বঞ্চিত করেছে সরকার। এতে প্রতিীয়মান হয় বাংলাদেশে বর্তমানে কোন গণতান্ত্রিক সরকার নেই। তাই অবিলম্বে সরকার ভেঙে দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা অর্পণের আহ্বান জানান বক্তারা।
কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলার বিএনপি সংঘ সহযোগী সংগঠনের সাধারণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।