শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাবার ড্যাম উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নিউজ রুম / ১২২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র দেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের বাজেটের মাধ্যমে ৮০টি কাজ সম্পন্ন ২০টি ভিত্তিপ্রস্তর উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করা হয়।তারই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ রাবাব ড্যামটির পুণসংস্কার কাজের উদ্বোধন হলো।
ভিডিও কনফারেন্সের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি রাবার ড্যাম সংলগ্ন ফাঁকা জায়গা বিশাল প্যান্ডেল তৈরীর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছেন পানি উন্নয়ন বোর্ড,কক্সবাজার।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন-চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম (এমএ)।উপস্থিত ছিলেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা নাহিদুজ্জামান খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেপি দেওয়ান,উপ-বিভাগীয় কর্মকর্তা মোঃ ইসতিয়াক নয়ন,উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু মুসা,যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাকিম,খুটাখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক বাহাদুর হক,সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বেলাল আজাদ,যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল হক ভূট্রো,ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম,মেম্বার নুরুল আজিম,আব্দুল আউয়াল,সংরক্ষিত মহিলা মেম্বার রাজিয়া বেগম,শারমিন সোলতানা লালু ও অবসরপ্রাপ্ত আর্মি সদস্য রফিকুল ইসলাম।
এসময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী,খুটাখালী রাবার ড্যাম পানি ব্যবস্হাপনা কমিটির লোকজন,আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,সেচ্ছাসেবকলীক,কৃষকলীগ,মৎসজীবি লীগের নেতা-কর্মী সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, হাজারো সাধারণ জনগণ,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাব উদ্দিন জানান,আমার পিতা মরহুম মাওলানা আব্দুল মতিন পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজনে জনস্বার্থে রাবার ড্যামের খতিয়ানী জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর