সাকলাইন আলিফ :
চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং বান্দরবান সড়কের সড়ক ও উপসর্গগুলোতে আজ বুধবার সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে।
হঠাৎ করে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
সড়কে শৃঙ্খলা আনিয়ন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে

এ ধর্মঘট আহ্বান করেছে চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল-
কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
দাবিগুলোর মধ্যে রয়েছে রুট পারমিটের শর্ত ভঙ্গ করে বহিরাগত এসি/ নন এসি বাসের লোকাল রুটে যাত্রী পরিবহন বন্ধ, সড়কে ইজিবাইক, ব্যাটারী রিক্সা, টমটমসহ থ্রি হুইলার চলাচল বন্ধ, রিকুইজিশন বাণিজ্য বন্ধ ইত্যাদি। এদিকে, সকাল থেকে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামে গণ পরিবহনের চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ভোগান্তিতে পড়া মানুষ গুলো ভিড় করছে। হঠাৎ করে সকাল সন্ধ্যা ধর্মঘটের কারণে বেকায়দায় পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।