সাকলাইন আলিফ :
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ২৮ বছর পর আজ শনিবার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন মাতারবাড়ীর সাধারণ মানুষ। যিনি এ মাতারবাড়িতে এতগুলো উন্নয়ন করেছেন সেই শেখ হাসিনাকে দেখতে দল-মত নির্বিশেষে জনসভায় আসবেন বলে জানান মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হায়দার।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান ১৯৯৫ সালের ৩০ এপ্রিল তৎকালীন বিরোধী দলের নেত্রী হিসেবে আজকের প্রধানমন্ত্রী মাতারবাড়ী এসেছিলেন। দীর্ঘ ২৮ বছর পর আবার সেই মাতার বাড়িতে আসছেন তিনি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য পুরো জেলা থেকে লোকজন আসবে এখানে।
মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমি উদ্দিন বলেন, মাদার বাড়ির আবাল বৃদ্ধ বনিতা আজ ঘর থেকে বের হয়ে জনসভায় চলে আসবে। বয়স্ক আর শিশু ছাড়া মাতারবাড়ির কোন বাড়িতে কেউ থাকবে না সবাই জনসভায় চলে আসবে। প্রধানমন্ত্রীর এই জনসভা জনসমুদ্রের পরিণত হবে।