সাকলাইন আলিফ :
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে আজ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুল পাওয়ার মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ৩ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মাথার বড়িতে লাখো কোটি টাকার উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী। এই অঞ্চলে আরো উন্নয়ন করবেন। তাই প্রধানমন্ত্রীকে দেখার আগ্রহ এই অঞ্চলের মানুষের। এ কারণে আমরা আশা করছি মাতারবাড়ির আজকের জনসভায় ৩ লাখ মানুষের সমাগম হবে।