বিডি প্রতিবেদক.মহেশখালী ::হেশখালীতে দেশীয় তৈরি ৮’শ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ দু’জনকে আটক করেছে পুলিশ। এসময় মদ বহনকারী একটি সিএনজি জব্দ করা হয়।
সোমবার দিনগত রাত সাড়ে ১২ টায় উপজেলার বড়মহেশখালী ফকিরাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে
আটকরা হলেন, বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সিএনজি মালিক মোজাম্মেল হক (৪০) এবং মনুমিয়া সিকদার পাড়া গ্রামের মনুমিয়ার ছেলে চালক নেজাম উদ্দীন (৪০)।
মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী বলেন,
তারা দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার পাহাড়ি এলাকা থেকে চোলাইমদ সংগ্রহ করে মহেশখালি এনে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।