শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

কক্সবাজার-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছেন মেয়র মাহাবুব

নিউজ রুম / ১১১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

শাহনেয়াজ :

কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। সোমবার (২৫ ডিসেম্বর) শহরের জারা কনভেনশন হলে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল। কমল বলেন, ‘প্রধানমন্ত্রী কক্সবাজারকে আলাদা নজরে দেখেন। তিনি এখানে রেল লাইন, আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামসহ ব্যাপক উন্নয়ন করেছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাই তৃণমূলের নেতাকর্মীরা আজ নৌকার বিজয় সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। আশা করছি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’
সভাপতির বক্তব্যে মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তথা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসন উপহার দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন বসে থাকার আর সময় নেই। ঘরে ঘরে গিয়ে মা-ভাই-বোনদের বুঝাতে হবে। কক্সবাজারে যে উন্নয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তা তুলে ধরতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকের বিজয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
কক্সবাজার পৌর যুবলীগের সভাপতি ডালিম বড়–য়া ও সাধারণ সম্পাদক শাহেদ মোঃ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, কাউন্সিলর মিজানুর রহমান, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর আল হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আনসারুল করিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিনসহ আরও অনেকে।


আরো বিভিন্ন বিভাগের খবর