বিডি প্রতিবেদক ;
কক্সবাজার ৩ কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে অস্ত্র নিয়ে কথায় কথায় ওপেন গুলি করছে তাতে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে দাবী করেছেন কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ। রামুর ঈদগড়ে পথসভা শেষে সাংবাদিকদের তিনি এ আশঙ্কার কথা জানান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ব্যারিস্টার মিজান অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে তিনি রামুর জোয়ারিয়ানালা বাজারে স্থানীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্সসহ গণসংযোগ করেন। এরপর তিনি স্টেশন ত্যাগ করার কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্সকে লক্ষ্য করে নৌকার প্রার্থী কমলের গাড়ি থেকে তিনটি গুলি করা হয়।
এসময় অল্পের জন্য চেয়ারম্যান প্রিন্স প্রাণে বেঁচে গেলেও পরবর্তী গণসংযোগকালে আবারও হামলা করা হয় কিনা সেই আতংকে ঈগল প্রতীকের কর্মী সমর্থকরাও এখন দিনাতিপাত করছেন বলে দাবী করেন ব্যারিস্টার মিজান সাঈদ। এসময় নির্বাচনকালিন লাইসেন্স করা অস্ত্র জমা দেয়ার কথা থাকলেও প্রতিপক্ষ প্রার্থী কমল কেন নিজের অস্ত্র জমা দেননি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সেই প্রশ্ন করেন ঈগলের প্রার্থী।
এর আগে ভারুয়াখালীতে গনসংযোগ শেষে ঈদগড় স্টেশনে ঈগল প্রতীকের সমর্থনে পথসভা করেন তিনি। ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যারিস্টার মিজান সাঈদ ছাড়াও বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।