শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যু ; প্রেসক্লাবের শোক প্রকাশ আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দু’শিশুর মৃত্যু

নিউজ রুম / ২০৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক,চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দু’শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান (৬) ওই এলাকার সৌদি প্রবাসি আবুল কাসেমের কন্যা।
জানা গেছে,বৃহষ্পতিবার সকালে ইশরাত জাহান বাড়ির উঠানে খেলছিল। কোন এক সময় সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে বুধবার সকাল ৯টার দিকে উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকায় মো.রোহান মিয়া নামের তিন বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায় । নিজ বাড়ির উঠানে খেলার ফাঁকে কোন এক সময় পুকুরে পড়ে যায় সে। পরে ভাসমান অবস্থায় শিশুর দাদি মোর্শেদা বেগম দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রোহান মিয়া পেকুয়ার চর এলাকার কামাল হোসেনের ছেলে। উজানটিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান শাহ জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়,স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নিহত রোহানের মা কয়েক মাস আগে রোহানকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। কয়েক দিন আগে রোহানকে তার পিতা কামাল হোসেন দাদার বাড়িতে নিয়ে আসে। রোহান তার দাদির সাথে থাকতো। এদিকে দু’শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।


আরো বিভিন্ন বিভাগের খবর