শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

ভূমি সেবায় একজন আদর্শবান মানবিক প্রশাসক আমিন আল পারভেজ

নিউজ রুম / ২৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান ::

পর্যটন নগরী কক্সবাজারে সরকারের লক্ষ কোটি টাকার বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প ও অতিগ্রহণকে ঘিরে এই জেলাটির উপর যেমন সরকারের তিক্ষ্ম দৃষ্টি রয়েছে তেমনি এই জেলার প্রশাসনের প্রশাসকদের কাছেও সাধারণ জনগণের কাঙ্খিত প্রাপ্য সেবা ও চাওয়া পাওয়া সহ তাদের ন্যায্য অধিকারপ্রাপ্তির বিশাল একটি প্রত্যাশা ও রয়েছে। তাই সাম্প্রতিক সময়ের সমসাময়িক প্রকল্প কেন্দ্রিক বিভিন্ন বিষয় ও বিশেষ করে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম নিয়ে সরকার, প্রশাসন ও জনগণকে নিয়ে ত্রিমুখী একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বেশ আলোচনায় রয়েছে। গভীর সমুদ্র বন্দর স্থাপন, কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি প্রকল্প ও অর্থনৈতিক অঞ্চলের স্থাপনের জন্য হাজার হাজার একর জমি অধিগ্রহণ করতে গিয়ে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি, অনৈতিক কর্মকান্ড, মধ্যস্বত্ত্বভোগী দালালদের দৌরাত্ম বৃদ্ধি, অধিগ্রহণকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণ প্রাপ্তিতে বিভিন্ন জটিলতা সৃষ্টি ও দলে দলে কর্মকর্তা-কর্মচারী বদলির ঘনঘটা পূর্ণ একটি পরিবেশে কক্সবাজারের জেলা প্রশাসনে রাজস্ব বিভাগের দায়িত্ব নিয়ে এসেছিলেন একজন আদর্শবান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ। আদর্শ কথাটি সকল ক্ষেত্রে সবার জন্য মানানসই নয়। আদর্শ শব্দটির অর্থ ও ভারের ব্যাপকতা রয়েছে। আমাদের চারপাশে অনেক আদর্শবান মানুষ রয়েছে। তবে বিদ্যমান সব মানুষের ভেতরেই কি আদর্শ রয়েছে। একজন আদর্শবান এর চারপাশ হতে হয় স্বচ্ছ, কালিমা মুক্ত, সুন্দর, সাবলীল, স্পষ্ট, আকর্ষণীয়, মানবতাবোধ, আবেদনময়ী, সুকোমল ও সুষমা মন্ডিত। যার সব কিছু বৈশিষ্ট্যই রয়েছে বলে মনে করি আমাদের কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আমিন আল পারভেজ এর মাঝে। যা দূর থেকেই সহজেই বোধগম্য নয়। সাম্প্রতিক সময়ে খুব কাছে থেকে আমার দেখা ও জানামতে আমি নিঃসন্দেহে বলতে পারি ইতিপূর্বেকার দায়িত্ব পালনকারী অনেক অফিসারদের থেকে তিনি একজন ভিন্ন চরিত্রের মানুষ। আমি তাকে একজন আদর্শবান মানুষ হিসেবে বলতে এবং স্বীকৃতি দিতে স্বাচ্ছন্দ বোধ করছি। আমি তাকে দেখেছি মানবিক মূল্যবোধ নিয়ে অবলীলায় ফরিয়াদীদের কথা শুনতে, তাদের সমস্যা সমাধান করতে এবং জনভোগান্তির বিভিন্ন জটিলতা নির্বাচনে স্বেচ্ছায় এগিয়ে যেতে।
আমার জানামতে, ২০২০ সালের ১৫ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসনের ৩৬ তম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে তিনি যোগদান করেন। তিনি যোগদানের পূর্বাপর রাজস্ব ও ভূমি অধিগ্রহণ শাখায় যে বিশৃংখল পরিবেশ ছিল তা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে তাকে হিমশিম খেতে হয়েছে। নিজ দায়িত্ব ও কর্তব্য পরায়ণতায় মানবিক মনোভাবাপন্ন এই মানুষটি মোকাবেলা করেছে শত প্রতিকূলতার। মানবতার কাছে তিনি যেমন মননশীল, তেমনি অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনের প্রতিও তাকে দেখেছি অগ্নিমূর্তিমান কড়া শাসক হিসেবে। কক্সবাজারের প্রত্যন্ত গ্রামাঞ্চল বিশেষ করে ধলঘাট মাতারবাড়ি উপকূলীয় এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ নারী-পুরুষ অবলীলায় তার কার্যালয়ে গিয়ে মন খুলে কথা বলে কাঙ্খিত সেবা পেয়েছেন। প্রতিটি কাজে ও কথায় সামঞ্জস্যতা রেখে একজন আদর্শবান ব্যক্তিত্বের পরিচয় ফুটে উঠেছে তার মাঝে। তিনি যোগদানের পর থেকে জেলায় ভূমি সেবার জটিল সমস্যার সমাধান, রোহিঙ্গা সমস্যা, করোণা সংকট মোকাবেলা ও পর্যটনের আধুনিকায়ন সহ যাবতীয় সমস্যা সংকুল পরিবেশ মোকাবেলায় তার অবদান অনস্বীকার্য ও অনবদ্য। তাই বলি “নামে নয় কর্মে যার পরিচয়” তিনি ব্যতিক্রমী এক অফিসার মোঃ আমিনাল পারভেজ। মানবতার দরদ নিয়ে সাধারণ জনগণকে আন্তরিক সেবা দানের পথিকৃৎ হিসেবে ইতোমধ্যে নিজ কর্মস্থলের যুব ও তরুণ সমাজসহ আবাল বৃদ্ধ বণিতার কাছে একজন জনপ্রিয় ও অনুকরনীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন তিনি। তিনি তার কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন। তার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকুক এই কামনা কক্সবাজার জেলাবাসীর।
###
লেখক- মহেশখালী প্রতিনিধি-দৈনিক আজাদী, আমাদের সময় ও দৈনিক কক্সবাজার।


আরো বিভিন্ন বিভাগের খবর