বিডি প্রতিবেদক :
পেকুয়ায় রেজাউল করিম নামে এক জেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বারবাকিয়া ইউপির মৌলভী বাজারে এ ঘটনা ঘটে।
আহত যুবক উপজেলার বারবাকিয়া ইউপির সবজীবন পাড়ার মৃত হোছাইন আহমদের ছেলে।
আহতকে স্থানীয়রা প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চিকিৎসক মোঃ মোজাম্মেল বলেন, আহতের মাথায় ও পিঠের জখম গুরুত্বর।
ঘটনার প্রত্যক্ষদর্শী টমটম চালক মো.মাহাবু্বুর রহমান বলেন, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ থেকে জেলে ভাতার চাল নিয়ে রেজাউল করিম আমার টমটম ভাড়া করে। তাকে নিয়ে মৌলভী বাজার আসা মাত্র আন্নর আলী মাতবর পাড়ার মোঃ ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
আহত জেলের ট্রলারের মাঝি মোকতার আহমদ বলেন, আমি রেজাউলকে মৌলভী বাজারে টাকার জন্য আসতে বলি। ওই সময় গতিরোধ করে তাকে প্রাণে হত্যার চেষ্টা চালায় দুর্বুত্তরা।
আহতের মামা হাজি মোকতার আহমদ জানান,
শুক্রবার সকালে ইসলামের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী তার জমি জবর দখল করতে গেলে বাধা প্রদান করেন রেজাউল। সেই ঘটনার সূত্র ধরে বিকেলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
পেকুয়া থানার ওসি মো.ফরহাদ আলী বলেন,
ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।