শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

টেকনাফে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এনআইডি ও জন্ম-মৃত্যু সনদ তৈরীর অভিযোগে গ্রেফতার যুবকের ২ বছরের সাজা

নিউজ রুম / ১৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এনআইডি ও জন্ম-মৃত্যু সনদ তৈরীর অভিযোগে মো. নুরহান নামের এক যুবককে ২ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত; এসময় গ্রেপ্তার যুবকের ভাড়া বাসা থেকে কম্পিউটারসহ জাল সনদ তৈরীর বিভিন্ন সরজ্ঞামাদি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী।
সাজাপ্রাপ্ত মো. নুরহান (৩০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা নুরুল বশরের ছেলে।
আদনান চৌধুরী বলেন, মো. নুরহান নামের জনৈক যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় স্থানীয় সামশু আলমের মালিকাধীন স্থাপনায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট, জন্ম-মৃত্যু সনদ ও জাতীয় পরিচয়পত্র ( এনআইডি ) তৈরী করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার দুপুরে জাল সনদ তৈরী করতে অভিযুক্ত নুরহান ভাড়া বাসায় অবস্থান করছে খবর পেয়ে স্থানীয়রা হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধৃত করে।
“ এসময় নুরহানের ভাড়া বাসা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন ধরণের জাল সার্টিফিকেট তৈরীর কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট তৈরীর কাগজ এবং বিভিন্নজনের নামে তৈরী জাল সার্টিফিকেট উদ্ধার করেছে। “
ইউএনও বলেন, “ দুপুরের দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে ( ইউএনও ) অবহিত করেন। পরে বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার মো. নুরহানকে দুই বছর কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। “
সাজাপ্রাপ্ত গ্রেপ্তার যুবককে টেকনাফ থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. আদনান চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর