বিড়ি প্রতিবেদক চট্টগ্রাম :
চট্টগ্রামে চাক্তাই খালে গোসল করতে নেমে মামুন ও হৃদয় নামে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় জোয়ারের পানিতে লাফ দিয়ে গোসল করতে নামার পর তারা নিখোঁজ হন ।চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, এই দুই তরুন নিখোঁজ হওয়ার পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।