বিডি প্রতিবেদক :
স্বাধীনতা দিবসের সময় কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে স্থাপন করা হলো “বঙ্গবন্ধু কর্ণার”। গতকাল বিকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রেস্ট হাউজের ২য় তলায় নবনির্মিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল।
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার প্রয়াস হিসেবে”বঙ্গবন্ধু কর্ণার” স্থাপন করা হয় বলে জানান কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ।
উদ্বোধনী অনুষ্টানে প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবুল মনজুর, উপ- সহকারী প্রকৌশলীগণ রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে হুইপ কমল বলেন, বঙ্গবন্ধু একটি চেতনার নাম। স্বাধীনতার দিনে এমন কর্ণার সত্যি প্রশংসার দাবিদার। কক্সবাজার জেলায় এমন বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করে নতুন মাত্রা যোগ করলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমার কাছে ‘‘বঙ্গবন্ধু’’ একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম।তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রুপান্তর করায় প্রত্যাশা ব্যক্ত করেন।