শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে বঙ্গবন্ধু কর্ণার

নিউজ রুম / ৬০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

স্বাধীনতা দিবসের সময় কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে স্থাপন করা হলো “বঙ্গবন্ধু কর্ণার”। গতকাল বিকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রেস্ট হাউজের ২য় তলায় নবনির্মিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল।
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বঙ্গবন্ধু,  মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার প্রয়াস হিসেবে”বঙ্গবন্ধু কর্ণার” স্থাপন করা হয় বলে জানান কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ।
উদ্বোধনী অনুষ্টানে প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবুল মনজুর, উপ- সহকারী  প্রকৌশলীগণ রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে হুইপ কমল বলেন, বঙ্গবন্ধু একটি চেতনার নাম। স্বাধীনতার দিনে এমন কর্ণার সত্যি প্রশংসার দাবিদার। কক্সবাজার জেলায় এমন বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করে নতুন মাত্রা যোগ করলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমার কাছে ‘‘বঙ্গবন্ধু’’ একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম।তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রুপান্তর করায় প্রত্যাশা ব্যক্ত করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর