শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

৩০০ চালককে ঈদ উপহার দিলো লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমিতি

নিউজ রুম / ৭৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:১০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার জেলা শাখার আওতাধীন লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যোগে সংগঠনের সদস্য সিএনজি অটোরিকশা চালকদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে লিংকরোড স্টেশনস্থ সমিতির কার্যালয় চত্বরে এক বড় আয়োজনের মধ্যে দিয়ে এসব ঈদের উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা কুদরত উল্লাহ সিকদার এবং আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন।
অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির জেলা সাধারণ সম্পাদক নূরুল হক, লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি আমানুল হক আনোয়ার, সাধারণ সম্পাদক রহিম উল্লাহ, সাবেক সভাপতি বজল কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলম, সহসাধারণ সম্পাদক নেজাম উদ্দীন, দপ্তর সম্পাদক নূরুল আলম,
সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং সদস্য ইলিয়াস ও রায়হান।
সমিতির নেতৃবৃন্দ জানান, সমিতির উন্নয়নের জন্য যে ফান্ড রয়েছে সেখান থেকে সমিতির আওতাধীন আড়াই শতাধিক সিএনজি অটোরিকশা চালককে প্রতিবছরের মতো এবারও ঈদের উপহার সামগ্রী দেয়া হয়েছে। এছাড়াও অসুস্থতাসহ বিভিন্ন ধরণের বিপদ-আপদের চালকদের সারা বছর সহযোগিতা করা হয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

কুদরত উল্লাহ সিকদার এবং আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন বলেন, লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির নেতৃবৃন্দ চালকদের জন্য যে উদ্যোগ নেন তা খুবই প্রশংসনীয়। ঈদ উপহার ছাড়াও তারা চালকদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণে লিংকরোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির সাথে সহযোগিতায় ছিলো বৃহত্তর লিংকরোড লাইন পরিচালনা কমিটি।
ঈদ উপহার পেয়ে খুশি হয়েছেন চালকরা। তারা নেতৃবৃন্দকে সাধুবাদ জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর