বিডি প্রতিবেদক :
১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবং বিগত ১৯৭০ সালে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কক্সবাজারে কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে কক্সবাজার ডিসি কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ‘উপকূল ফাউন্ডেশন’।
কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আজম মানিক ও মোরশেদুর রহমান খোকন।
উপকূল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তারা বলেন, উপকূলের ১৯ জেলায় বসবাসরত কোটি মানুষের টিকে থাকার প্রশ্ন আজ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে হুমকির মুখে। অথচ দীর্ঘদিন ধরে উপকূলবাসীর জীবন-জীবিকার বিষয়টি জাতীয় পরিকল্পনায় গুরুত্ব পায়নি।
আয়োজকরা জানান, উপকূলের সমস্যা, সংকট ও সম্ভাবনার পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষদের ন্যায্য অধিকার সুরক্ষায় ‘উপকূল ফাউন্ডেশন’ কাজ করছে। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলে ১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১০ লক্ষাধিক মানুষ মারা যান। উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি তাদের।