শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

১২ নভেম্বর কে ‌ উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এক আলোচনা সভা

নিউজ রুম / ২৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবং বিগত ১৯৭০ সালে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কক্সবাজারে কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে কক্সবাজার ডিসি কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ‘উপকূল ফাউন্ডেশন’।

কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আজম মানিক ও ‌মোরশেদুর রহমান খোকন।

উপকূল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তারা বলেন, উপকূলের ১৯ জেলায় বসবাসরত কোটি মানুষের টিকে থাকার প্রশ্ন আজ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে হুমকির মুখে। অথচ দীর্ঘদিন ধরে উপকূলবাসীর জীবন-জীবিকার বিষয়টি জাতীয় পরিকল্পনায় গুরুত্ব পায়নি।

আয়োজকরা জানান, উপকূলের সমস্যা, সংকট ও সম্ভাবনার পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষদের ন্যায্য অধিকার সুরক্ষায় ‘উপকূল ফাউন্ডেশন’ কাজ করছে। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলে ১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১০ লক্ষাধিক মানুষ মারা যান। উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি তাদের।


আরো বিভিন্ন বিভাগের খবর