শিরোনাম :
একই দিনে জাতাীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী–ডক্টর হামিদুর রহমান আযাদ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই সনদ বাঞ্চালের ষড়যন্ত্র-ডক্টর হামিদুর রহমান আযাদ রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল সম্পন্ন, ১৯ জন হিফজ সমাপনকারী সম্মাননা পাগড়ী দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম আবারও চালু করার উদ্যোগ জাতীয় নির্বাচনের দিন গণভোট জণ আকাংখার পরিপন্থী-ডক্টর হামিদুর রহমান আযাদ জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণ যোগ্য হবে না-ডক্টর হামিদুর রহমান আযাদ ১২ নভেম্বর কে ‌ উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এক আলোচনা সভা কক্সবাজারে দায়িত্বশীল পর্যটন উন্নয়নে জাতীয় সেমিনার রোহিঙ্গা শরণার্থী সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল

১২ নভেম্বর কে ‌ উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এক আলোচনা সভা

নিউজ রুম / ১০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবং বিগত ১৯৭০ সালে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কক্সবাজারে কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে কক্সবাজার ডিসি কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ‘উপকূল ফাউন্ডেশন’।

কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আজম মানিক ও ‌মোরশেদুর রহমান খোকন।

উপকূল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তারা বলেন, উপকূলের ১৯ জেলায় বসবাসরত কোটি মানুষের টিকে থাকার প্রশ্ন আজ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে হুমকির মুখে। অথচ দীর্ঘদিন ধরে উপকূলবাসীর জীবন-জীবিকার বিষয়টি জাতীয় পরিকল্পনায় গুরুত্ব পায়নি।

আয়োজকরা জানান, উপকূলের সমস্যা, সংকট ও সম্ভাবনার পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষদের ন্যায্য অধিকার সুরক্ষায় ‘উপকূল ফাউন্ডেশন’ কাজ করছে। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলে ১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১০ লক্ষাধিক মানুষ মারা যান। উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি তাদের।


আরো বিভিন্ন বিভাগের খবর