শিরোনাম :
একই দিনে জাতাীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী–ডক্টর হামিদুর রহমান আযাদ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই সনদ বাঞ্চালের ষড়যন্ত্র-ডক্টর হামিদুর রহমান আযাদ রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল সম্পন্ন, ১৯ জন হিফজ সমাপনকারী সম্মাননা পাগড়ী দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম আবারও চালু করার উদ্যোগ জাতীয় নির্বাচনের দিন গণভোট জণ আকাংখার পরিপন্থী-ডক্টর হামিদুর রহমান আযাদ জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণ যোগ্য হবে না-ডক্টর হামিদুর রহমান আযাদ ১২ নভেম্বর কে ‌ উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে এক আলোচনা সভা কক্সবাজারে দায়িত্বশীল পর্যটন উন্নয়নে জাতীয় সেমিনার রোহিঙ্গা শরণার্থী সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল

রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল সম্পন্ন, ১৯ জন হিফজ সমাপনকারী সম্মাননা পাগড়ী দেওয়া হয়

নিউজ রুম / ৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক :

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স ও জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ১০২ তম বার্ষিক দ্বীনি মাহফিল ১২ নভেম্বর বুধবার গভীর রাতে সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার,লেখক ও গবেষক,জামিয়াতুন নুর আলমিয়াহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আল্লামা ওবাইদুল্লাহ হামজা সাহেব।বিশেষ বক্তা হিসাবে বয়ান করেন-ঢাকা খিলক্ষেত দারুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান বোখারী,চট্টগ্রাম আগ্রাবাদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি রিদুয়ানুল কাদির, দোহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ,কক্সবাজার গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ইমাম
জাফর আলম। এছাড়া আরো দেশ বরণ‍্য আলেমদ্বীন তাকরীর পেশ করেন। বিভিন্ন ধাপে সভাপতিত্ব করেন-অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হাজী ছৈয়দ আকবর,সেক্রেটারী মাওলানা মোহাম্মদ তৈয়ব, বার্ষিক দ্বীনি মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  পরিচালনা পরিষদ প্রধান মাওলানা হেফাজতুর রহমান, সহকারী পরিচালক কাজী এরশাদ উল্লাহ সহ মাদ্রাসার বিভিন্ন দপ্তরের শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এতে হিফজ বিভাগের ১৯ জন হিফজ সমাপনকারী ছাত্রকে সম্মাননা পাগড়ী এবং  তাদের অভিভাবকদের’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।ছাত্রদের পাগড়ী পড়িয়ে দেন ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মুসলিম। অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হান্নানের স্বরচিত কবিতা মাদ্রাসার পরিচালনা কমিটির সেক্রেটারির সম্মানে মাওলানা মোহাম্মদ তৈয়ব’কে সম্মাননা উপহার দেন মাদ্রাসা পরিচালনা পরিষদ। উক্ত দ্বীনি মাহফিল সংঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও রামু স্কুল জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আব্দুল হান্নান। শেষ আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর