শিরোনাম :
সমবায় নির্বাচনে শক্তিমত্তার প্রমাণ দিল জামায়াত, সীমিত সাফল্য বিএনপির রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত শীতের শুরুতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে —- ধর্ম উপদেষ্টা একই দিনে জাতাীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী–ডক্টর হামিদুর রহমান আযাদ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই সনদ বাঞ্চালের ষড়যন্ত্র-ডক্টর হামিদুর রহমান আযাদ রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল সম্পন্ন, ১৯ জন হিফজ সমাপনকারী সম্মাননা পাগড়ী দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম আবারও চালু করার উদ্যোগ জাতীয় নির্বাচনের দিন গণভোট জণ আকাংখার পরিপন্থী-ডক্টর হামিদুর রহমান আযাদ জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত

সমবায় নির্বাচনে শক্তিমত্তার প্রমাণ দিল জামায়াত, সীমিত সাফল্য বিএনপির

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

দক্ষিণ কক্সবাজারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত ভোটগ্রহণে ৭৬১ জন ভোটারের মধ্যে ৬৭৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট শুরুর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন সোলতান মাহমুদ চৌধুরী। ঘোষিত ফলাফলে দেখা যায়—সহ-সভাপতি পদে মাওলানা আবছার উদ্দিন (গোলাপ ফুল) ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আবুল মনজুর (মোটরসাইকেল) পান ৩০২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হোসেন (মাইক) ৪৮০ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাসেম (প্রজাপতি) অর্জন করেন ১৮৯ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. আব্দুর রহিম (তালা-চাবি) ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন সুমন (উড়োজাহাজ) পান ৩০৬ ভোট।

পরিচালক (সদস্য) পদে মোট আটজন নির্বাচিত হন। এর মধ্যে শাহাব উদ্দিন (মোরগ) ৫০৪ ভোট, জাফর আলম (কলসি) ৪৫৬ ভোট, শরীফ মাহমুদ শাহজাদা (রিকশা) ৪৩৬ ভোট, মো. আরিফুর রহমান (গরুর গাড়ি) ৪২৬ ভোট, ইনজামামুল হক জিফার (মাছ) ৪২৪ ভোট, রহমত উল্লাহ সিকদার (বই) ৩৯৩ ভোট, আবু রায়হান (মই) ৩৭৬ ভোট এবং মো. আব্দুল আজিজ (আম) ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা উপ-সহকারী নিবন্ধক কবির আহমদ এবং কমিটির সদস্য উখিয়া উপজেলা সমবায় অফিসার আবুল কালাম ও পরিদর্শক অর্পণ দাশগুপ্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

২০১২ সালে প্রতিষ্ঠিত কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন হলেও নির্বাচিতদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সম্পৃক্ত। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদকসহ আট পদে জামায়াত ইসলামী সমর্থিত এবং সভাপতি সহ তিন পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। প্রকাশ্যে কোনো দল প্যানেল ঘোষণা না করলেও বিএনপি ও জামায়াত উভয় দলই প্রকাশ্যে এবং আড়ালে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সক্রিয়ভাবে নির্বাচন মাঠে কাজ করেছে। তবে ব্যবসায়ীরা দলীয় পরিচয় বিবেচনার বাইরে গিয়ে যোগ্যতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতাকেই অগ্রাধিকার দিয়েছেন বলে স্থানীয়দের মন্তব্য।

নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের দুটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

বিজয়ী প্রার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বিজয়ী বা পরাজিত—সকলকে সঙ্গে নিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে কোর্টবাজার স্টেশনের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন তারা। পাশাপাশি ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর