শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

পেকুয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে নদী রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান

নিউজ রুম / ২০৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন , পেকুয়া ;

নদীই একটি জীবন্ত সত্তা, দিন দিন এই সত্তা আজ হারিয়ে যাচ্ছে। নদী উপর জীবিকা নির্বাহ করে তাদের জন্য হলেও এই সত্তাকে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান।

কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন, জেলে উৎসব ও পরিচ্ছন কর্মসূচি অনুষ্ঠিত।

১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার ভোলাখাল চত্বর ও পেকুয়া বাজার কহলখালী খাল চত্বরে পৃথক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশে বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস এর যৌথ আয়োজনে পৃথকভাবে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন।

এতে নদীকৃত্য দিবসের মুল বক্তব্য উপস্থাপন করেন পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন, বক্তব্য রাখেন, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম,সড়ক ও জনপদ বিভাগ বান্দরবান এর কর্মকর্তা, সমাজ কর্মী বাহাদুর চৌধুরী, সংবাদ কর্মী জালাল উদ্দীন,পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক শিক্ষক জাহাঙ্গীর আলম, আজিজুউপকূলীয় মুক্ত রোভার স্কাউটস হক, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস এর টিম লিডার ছাদেকুর রহমান।

বক্তারা বলেন,প্রাকৃতিক বৈচিত্রের প্রাণশক্তিই হলো দেশের ৭ হাজার নদ-নদী জলাভূমি। সেই সঙ্গে আমাদের এসব নদীর সাথে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস ঐতিহ্য, জীবন-জীবিকা, জীববৈচিত্র্য।

আজ সচেতনতা ও সংরক্ষণের অভাবে নদীর ধার ঘেঁষে গড়া প্রাচীন নগরীর ইতিহাস ঐতিহ্য ভুলে গেছি।

বক্তারা আরও বলেন, নদীকে ঘিরে মাঝি-মাল্লা, জুগী, জেলেসহ অজস্র জনগোষ্ঠী জীবিকা হারিয়েছে।

বক্তারা ভরাট, দখল দূষণে অজস্র প্রাণীর বিতাড়ন ও বিলুপ্তিতে জীববৈচিত্র্যও আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে, নদী রক্ষায় সরকারসহ সকলকে এগিয়ে আসার দাবী জানান।

এ সময় নারী নেত্রী নুরুন নাহার নুরী,সারমিন সুলতানা, সংবাদ কর্মী তৌহিদুল ইসলাম, শ্রমিক মোহাম্মদ হোসাইন, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের সদস্য,আসাদুজ্জামান নুর, মুরশেদুল আলম,আবু সাইদ,আবু নোমান,ফায়সাল আলম,মোঃ রাজিব,আব্দুল কারিম,মোঃ হামীন,মোঃ সাকিব ,পেকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, পেকুয়া উচ্চ বিদ্যালয়,শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর