বিডি ডেস্ক :
চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে ৩৬ লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছে। দেড় হাজারের বেশি আশ্রয়কেন্দ্র খেলা হয়েছে।এদিকে কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিভিন্ন স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন, সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি এবং কোস্টগার্ড। উদ্ধারকাজে বোটসহ সার্বিক সহযোগিতা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উদ্ধারে কাজ করছে শিক্ষার্থীরা।
অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সুত্র : চ্যানেল আই অনলাইন