মনির মোবারক :
দেশের অন্যতম গণ সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ কর্তৃক পরিচালিত সত্যেন সেন সাংস্কৃতিক প্রশিক্ষনায়নের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, নৃত্য প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন, সংগীত প্রশিক্ষক রিদিতা মাইশা, একাডেমির পরিচালক ও দপ্তর সম্পাদক সুব্রত মল্লিক, কোষাধ্যক্ষ আয়াত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নিহারিকা ধর আঁখি, আবৃত্তি প্রশিক্ষক মাহাদী সুমন, গিটার প্রশিক্ষক রুবাইয়াত রাউল। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ একাডেমীর কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস ও বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন। অভিভাবক সভ্ শেষে বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন বিভাগে শিল্পী হিসাবে তালিকাভুক্ত হওয়ায় শিল্পীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।