বিড়ি প্রতিবেদক :
পর্যটন শহর কক্সবাজারে শুরু হয়েছে তিনদিনের ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। এতে মিলছে ভারতের বিভিন্ন বৈচিত্রময় খাবার। ৫ তারকা মানের হোটেল সী পার্ল বিচ রিসোর্ট ও স্পা’ এ ফেস্টিভ্যালের আয়োজন করেছে।
ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল “ভারতীয় স্বাদ” ফুড ফেস্টিভ্যালটি উদ্বোধন করেন ভারতের সহকারী হাইকমিশনার ডা: রাজীব রঞ্জন। ১৭ আগস্ট (বুধবার) রাত ৮টায় প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বােধন করেন। ১৭ থেকে ২০ আগস্ট ২০২২ পর্যন্ত কক্সবাজারে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে, যাতে খাদ্য অনুরাগীরা ভারতের সুস্বাদু খাবার উপভোগ করতে পারে।
ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনের সময় ভারতের সহকারী হাইকমিশনার ডা: রাজীব রঞ্জন, পাঁচ তারকা মানের হোটেল সীপার্ল এর গ্রুপ জেনারেল ম্যানেজার আজিম শাহ, এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাভিদ আহসান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ, এন টিভির স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু, একুশে টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজ ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি সহ হোটেলটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #