জিয়াউল হক জিয়া :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে ডাম্পার গাড়ীর চাপায় প্রাণ হারিয়েছে মেধাবী শিক্ষার্থী ফাহিম।
মঙ্গরবার(২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে১২টার দিকে চকরিয়া-মহেশখালী সংযোগ কেবি জালাল উদ্দীন সড়কের পোকখালী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত,ফাহিম উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার আব্দু শুক্কুরের ছেলে।
জানা গেছে,গত ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে ভর্তি পরীক্ষার ধার্য্য দিন ছিল।ফাহিম সেই পরীক্ষা অংশগ্রহণ করেন।পরীক্ষা শেষে রাতে বাড়ী ফেরার উদ্দেশ্য চকরিয়ায় আসেন।চকরিয়া থেকে যাত্রীবাহী সিএনজি গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌছলে ঘাতক ডাম্পার (মিনি ট্রাক) গাড়ীর চাপা দিলে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়।এমতাবস্থায় আহতদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমের অবস্হা দেখে প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন।সেখানে চিকিৎসাকালীন রাত ৩টা সময় ফাহিম মৃত্যু বরণ করেন।
মাতামুহুরি পুলিশ ফাঁডির (ইনর্চাজ) ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন,মঙ্গলবার রাতে যাত্রীবাহী সিএনজির সাথে ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় সিএনজিতে থাকা সব যাত্রী গুরুত্বর আহত হয়েছে।তৎমধ্য ফাহিম নামের একযাত্রী চিকিৎসাধিন অবস্হায় মারা যান।র্দূঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়।তবে ডাম্পারের চালক পলাতক রয়েছে।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।