শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ রুম / ২৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

চৌধুরী রোতাব:

কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ডিসেম্বর) সকালে কক্সবাজারের পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা এর মহাপরিচালক এস এম সোহারাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাদ্যে স্বংয়সম্পূর্ণতা অর্জন সম্ভব হলেও পুষ্টি গ্রহণে এখনো আমরা পিছিয়ে আছি। মাশরুম নানান গুণের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ একটি হালাল সবজি, তাই এই ফসলের আবাদ বাড়াতে হবে। এর মাধ্যমে পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণসহ বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি অর্থকরী ফসল মাশরুমের উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরো এগিয়ে আসার আহবান জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার জেলার উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্যহ্রাসকরণ প্রকল্পের পরিচালক ড. আখতার জাহান কাঁকন।

জেলা ভিত্তিক মাশরুম সম্প্রসারণ সহযোগী হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ঝিলংজা হার্টিকালচার সেন্টারের উপপরিচালক মোঃ কুতুবউদ্দিন, হাটহাজারী হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ ইমরান হোসেন,পটিয়া উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান,পাঁচ গাছিয়া ফেনী এর উপপরিচালক নয়ন মনি সুত্রাধর, বাশখালী এর মাশরুম চাষী উদ্যোক্তা অর্পন দে, রামু এর মাশরুম চাষী উদ্যোক্তা মো: তৈয়বুর খান, কক্সবাজার সদরের মাশরুম চাষী উদ্যোক্তা জাহানারা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নোয়াখালী এর অধ্যক্ষ আইয়ুব মাহমুদ, ফেনী জেলার উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ,চট্টগ্রাম জেলার উপপরিচালক আপ্রু মারমা,লক্ষিপুরের উপপরিচালক জহির আহমেদ।

চট্রগ্রাম মেট্রোপলিটন কৃষি অফিসার পার্বতী রাণী মিত্র এর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান,কলেজ ও স্কুলের শিক্ষক, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণের উপপরিচালক,প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসার,ইসলামিক ফ্রন্টের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, মাশরুম চাষী উদ্যোক্তা, রেষ্টুরেন্ট মালিক, সুপার সপের মালিকসহ ১৫০জন অংশগ্রহণ করেন। কর্মশালা পরবর্তীতে মহাপরিচালক মহোদয় চট্রগ্রাম অঞ্চলে কর্মরত কৃষি বিভাগের উদ্বর্তন কর্মকর্তাদের সাথে চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর