শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

শিক্ষক খুনের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা:গ্রেফতার-৭

নিউজ রুম / ২৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :
মহেশখালীতে মাদ্রাসায় কর্তৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্বে ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় মাদ্রাসা শিক্ষক মাওঃ জিয়াউর রহমান খুনের ঘটনায় ২৮ জনকে আসামি করে মহেশখালী থানায় মামলা হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল ২৭ আগস্ট (শনিবার) বেলা ২টা ১৫ মিনিটে মামলাটি থানায় রেকর্ড দেখানো হয়। ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
মামলার বিষয় নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান- নিহত মাদ্রাসা শিক্ষক মাওঃ জিয়াউর রহমানের ছেলে তৌহিদুর রহমান বাদি হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে আরও ৭-৮ জনকে। ঘটনার পর থেকে এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৩ জন নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আলম (৫০), মোসলেম উদ্দিন(২৬), তাসমিন আকতার(৪২), ছমিরা আক্তার(২৩), ময়না আক্তার(২৫), মোহাম্মদ আরাফাত(১৯) ও আবু তালেব (৫০)। মামলার পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বেলা ২টা ১৫ মিনিটে মহেশখালী থানায় এ হত্যা মামলাটি নিয়মিত মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।
প্রসঙ্গত: উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা গ্রামে একটি মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের করে এনে অফিসের সামনে ওই মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ জিয়াউর রহমানকে কুপিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসার মাঠে মাওঃ জিয়াউর রহমানের জানাযা সম্পন্ন হয়। এ ঘটনায় ওই শিক্ষকের স্ত্রী রহিমা বেগমও গুরুতর আহত হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর