বিডি প্রতিবেদক,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় জুয়ার আসরে পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেওয়া শফি আলম (২৬) নামের যুবকের লাশ ২৭ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে।
রবিবার(২৮ আগষ্ট) সকাল ৮টার সময় নদীটির কুইন্যারকূম এলাকায় ভাসতে দেখে স্হানীয় লোকজন পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে জনতার সাহায্য লাশটি উদ্ধার করেন।
সলিলসমাধি যুবক-শফি আলম (২৬) উপজেলার কৈয়ারবিল ইউপির ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দু খালেকের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,শুক্রবার রাত দেড়টার সময় মাতামূহুরী নদীর তীরবর্তী শীতারখিল এলাকায় বসে ৭/৮জন জুয়াড়ি জুয়া খেলছে।এমন খবর পেয়ে পুলিশ জুয়াড়ির স্হানে যাওয়াতে টের পেয়ে সবাই পালিয়ে গেছে।এসময় পুলিশ কাউকে না পেয়ে চলে যায়।পরে শোনা গেছে পুলিশের ভয়ে নাকি তিন লোক নদীতে ঝাঁপ দেয়।এতে দুই জন সাতঁরিয়ে কূলে উঠলেও সলিলসমাধি লোকটি উঠতে পারেনি বলে নিখোঁজ ছিল।বিধায় রবিবার সকাল নদীতে তার লাশ ভাসতে দেখে থানা খবর দেয়।তখন পুলিশ গিয়ে জনতার সাহায্য লাশটি উদ্ধার করা হয়েছে।
পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।