বিডি প্রতিবেদক :চায়নার বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাউন্সিল এন্ড ডেপুটি চিপ অফ মিশন ইয়াং হোয়ালং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তিনজনের সফরের কক্সবাজারে এসেছেন। এ সময় তারা কক্সবাজার পৌরসভা, শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করার পাশাপাশি পরিদর্শন করেছেন রোহিঙ্গা ক্যাম্প।
কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর এন্ড ডেপুটি চীফ অব মিশন ইয়াং হোয়ালং। সোমবার বিকালে চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর ইয়াং হোয়ালং পৌর ভবনে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
প্রথমে নগর পিতাকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডেপুটি চীফ অব মিশন।
পরে মেয়র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। সাক্ষাতকালে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, সিসিইসিসি বাংলাদেশ ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার কে চাংলিয়াং, কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন প্রজেক্টের কনট্রাক্ট ম্যানেজার জেং চেংলং, এম্বাসি অব চায়নার পলিটিক্যাল সেকশন পেং এটাচে, কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন প্রজেক্টের কোর্ডিনেটর ইন্জিয়ার মোশাররফ হোসাইনসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশস্থ চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর এন্ড ডেপুটি চীফ অব মিশন ইয়াং হোয়ালং এর নেতৃত্বে চায়না প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের কমিশনার শাহ রেজওয়ান হায়াতের সাথে এক সাক্ষাতে মিলিত হন। এ সময় রোহিঙ্গাদের বিষয় নিয়ে তাদের মাঝে বেশ কিছু আলোচনা হয় বলে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন। মঙ্গলবার বিকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চায়না প্রতিনিধি দলটি। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুতন্ত্র মিয়ানমার নাগরিকদের সাথেও কথা বলেছেন তারা। রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পাশে আছেন বলে জানান বাংলাদেশস্থ চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর এন্ড ডেপুটি চীফ অব মিশন ইয়াং হোয়ালং।