শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

কক্সবাজারে গনমাধ্যম কর্মীদের কর্মশালা

নিউজ রুম / ২২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধ, সাংবাদিকতার পেশাগত মানউন্নয়নে প্রচলিত আইনের যথাযথ ব্যবহার এবং তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে অবহিত করতে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বাংলাদেশ প্রেস কাউন্সিল এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউজের
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের সচিব সরকারের অতিরিক্ত সচিব, মোঃ শাহ আলম, প্রেস কাউন্সিলের সদস্য এডভোকেট জেট আই খান পান্না, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও মানব সম্পদ নাসিম আহমেদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম।
কর্মশালায় কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচার পতি নিজামুল হক নাসিম বলেন, যে কেউ চাইলে প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করতে পারেন।
প্রেস কাউন্সিলে অভি যোগ দেওয়ার বিষয়গুলো তিনি তুলে ধরে বলেন,
বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করার নিয়মাবলি
কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো সংবাদপত্র, কর্মরত সাংবাদিক বা সংবাদ সংস্থার বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে মামলা দায়ের করতে হলে নিম্নবর্ণিত নিয়মাবলি অনুসরণ করতে হবে:
প্রেস কাউন্সিল রেগুলেশনের নিম্নবর্ণিত বিধি অনুযায়ী যেকোনো সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক অথবা কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে সাদা কাগজে চেয়ারম্যান, প্রেস কাউন্সিলকে সম্বোধন করে অভিযোগ দায়ের করা যাবে:
যে সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক অথবা কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা
হবে তার বা তাদের নাম ও ঠিকানা দিতে হবে। অভিযুক্ত সংবাদ বা নিবন্ধ বা সম্পাদকীয় বা
প্রতিবেদনের মূল পেপার এবং অভিযোগের সমর্থনে যথাসম্ভব সংশ্লিষ্ট দলিলপত্র দিতে হবে।
অভিযুক্ত সংবাদ প্রভৃতি কীভাবে আপত্তিজনক বলে ফরিয়াদি বিবেচনা করেন তার বর্ণনা দিতে
হবে।
ফরিয়াদির বিবেচনার প্রকাশিত আপত্তিজনক খবর প্রভৃতি সম্পর্কে সংবাদপত্র, সংবাদ সংস্থা
সম্পাদক এবং কর্মরত সংবাদিককে কোনো প্রতিবাদ পাঠানো হয়েছে কি না, সেই প্রতিবাদ
প্রকাশিত হয়েছে কি না, তা দরখাস্তে লিখতে হবে।
অভিযোগ দায়ের করার সময় আবেদনপত্রের পাদটীকায় নিম্নলিখিত ঘোষণা থাকতে
হবে:
(১) ফরিয়াদি তার জানা এবং বিশ্বাস মতে কাউন্সিল সমীপে সংশ্লিষ্ট সর্বপ্রকার সত্য ঘটনা পেশ
করেছেন এবং অভিযোগে বর্ণিত কোনো বিষয়ে অন্য কোনো আদালতে কোনো প্রকার মামলা
চালু নেই।
(২) কাউন্সিলে তদন্ত চলাকালীন অভিযোগের কোনো বিষয়ে অন্য কোনো আদালতের
বিষয়বস্তুতে পরিণত হলে কালক্ষেপণ না করে ফরিয়াদি তা কাউন্সিলকে অবহিত করবেন।
কাউন্সিলে অভিযোগ দায়ের করার সময় ফরিয়াদিকে বিবাদীর সমসংখ্যক অভিযোগপত্রের
অতিরিক্ত অনুলিপি দিতে হবে।
প্রেস কাউন্সিল একটি আধাবিচারিক (কোয়াছি জুডিশিয়াল) প্রতিষ্ঠান। অন্য কাউকে সম্বোধন
করে লিখিত আবেদনপত্র/চিঠি অভিযোগ ইত্যাদির অনুলিপি কাউন্সিলের বিজ্ঞ চেয়ারম্যান
সমীপে প্রেরণ করে প্রেস কাউন্সিলে মামলা দায়ের করা যায় না।
অতিরিক্ত তথ্য জানার জন্য প্রয়োজনবোধে অফিস চলাকালীন সচিবের সঙ্গে যোগাযোগ স্থাপন
করা যেতে পারে অথবা লগ ইন করুন www.presscouncil.gov.bd
মামলা দায়ের করার পর কাউন্সিল কর্তৃক ফরিয়াদির আর্জির অনুলিপি সংযুক্ত করে প্রতিপক্ষকে
লিখিত জবাব দাখিলের জন্য নোটিশ করা হয়। প্রতিপক্ষের জবাব পাওয়ার পর ফরিয়াদির
নিকট প্রতিউত্তর চাওয়া হয়। দু’পক্ষের জবাব পাওয়ার পর জুডিশিয়াল কমিটি কর্তৃক শুনানি
করে রায় প্রদান করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর