শিরোনাম :
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে-সালাহ উদ্দিন জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন কক্সবাজারের ১৬ বছর পর বিএনপি’র মহাসমাবেশ কক্সবাজারের টেকনাফে ৬৯ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ দুজন আটক টেকনাফে টানা জালে ধরা পড়ল ১৯৪ কেজি’র বোল মাছ “মানবিক বাংলাদেশ বিনির্মাণের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে”-আমীর আনোয়ারী উখিয়ায় পাহাড় কেটে দিন-রাত কৃষিজমি ভরাট চকরিয়ায় বন্য হাতির মরদেহ উদ্ধার জেলা বিএনপির সমাবেশ : ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নেতৃত্বে পৌর সদর রামু ও ঈদগাঁও বিএনপির প্রস্তুতি উখিয়ায় ৪ ইটভাটায় জরিমানার পর আরও ৩টির চুল্লী গুড়িয়ে দিল প্রশাসন

আল ইয়াকিনের’ শীর্ষ নেতা অস্ত্র ইয়াবাসহ আটক

নিউজ রুম / ৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিনের’ শীর্ষ নেতা ও আলোচিত ৬ মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসী আবু-বক্কর ওরফে ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে (৩৭) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।। এ আটকের ঘটনার পর অন্য সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে।
শনিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ৮নং ক্যাম্পের ইস্ট বি/৭৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার নিকট থেকে দেশীয় এক নলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে ৮নং ক্যাম্পের বি/৪৬ এর নূর মোহাম্মদের পুত্র। যার এফসিএন নং- ১১২৪৬১।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন।
তিনি জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াই করার নামে গঠিত আলোচিত বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিনের’ সদস্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। আমাদের কাছে খবর আসে শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর ওরফে হাফেজ মনির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান চালানো হয়। এইসময় তার বসত ঘরে মাটির নিচে একটি দেশীয় অস্ত্র একনলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মোঃ কামরান হোসেন জানান, এই শীর্ষ সন্ত্রাসী আলোচিত ৬ মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকান্ডে আবু-বক্কর জড়িত। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর