বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় বানৌজা সড়কে মিশুক গাড়ী খাদে পড়ে প্রাণ হারায় মোঃ মুনতাকির (৫) নামের এক শিশু।এসময় গুরুত্বর আহত হয়েছেন শিশুটির মা শাহেদা বেগম টুম্পা।
বৃহস্হপতিবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বানৌজা সড়কের পশ্চিম গোঁয়াখালী ফতেয়আলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত-শিশু মুনতাকির (৫) মগনামা ইউপির বাইন্যাঘোনা এলাকার রেজাউল করিমের ছেলে।
নিহতের এক আত্মীয় আনছার কামাল বলেন,বৃহস্পতিবার সকালে মা-ছেলে ডাক্তার কাছে যান।শিশুটির মা ডাক্তার দেখানোর শেষে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্য মিশুক গাড়ীতে উঠেন।পরে গাড়ীটি ঘটনাস্থল মাতব্ব পাড়ায় পৌছলে,হঠাৎ খাদে পড়ে উল্টে যায়।এসময় শিশু মুনতাকির ঘটনাস্থলে মারা যান আর মা টুম্পা গুরুত্বর আহত হন।পরে স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলাস্হ লাইফ কেয়ার হসপাতালে নিয়ে যায়।কর্তব্য চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার অপারেশন অফিসার মোজাম্মেল হোসাইন বলেন,র্দূঘটনার খবর শুনেনি।এখন যখন জানলাম,খোঁজ নিয়ে দেখে ব্যবস্হা নিব।