বিডি প্রতিবেদক:
বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ‘র উদ্যোগে কভিড-১৯ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারী দপ্তর এর প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকদের এক টাউন হল মিটিং ২২ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা পরিষদ হলরুমে আইএসডিই কর্মসূচি সমন্বয়কারী জাহাংগীর আলমের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, আলোচক হিসাবে উপস্থিত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডাঃ সাকিব আল রাশিক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল মতিন, চকরিয়া সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুল আনোয়ার ।