শিরোনাম :
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু সমুদ্রে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

মায়ানমাারের ২২ গরু সহ ৫ কারাবারীকে আটক

নিউজ রুম / ৭২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
মায়ানমার থেকে অবৈধভাবে চোরাপথে নিয়ে আসা ২২ টি গরু সহ ৫ চোরকারাবারীকে আটক পুলিশ। ওইসময় গরু পরিবহনে ব্যবহৃত ট্রাক দুটিও জব্দ করা হয়।
মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার শাহ ফকিরা বাজার সংলগ্ন ডুলা ফকির মাজার গেইটের সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃতরা হলেন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ ‍উপজেলার শাহ আলমের ছেলে মো.এসকান্দর মিয়া (৩২),সাতবাড়িয়া গ্রামের আ. ছমদের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), দক্ষিণ কাশিমপুর বড়পাড়া গ্রামের মৃত নেজামত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০), কক্সবাজারের রামু উপজেলার পাকরিকাটা গ্রামের মৃত আ. হাশেমের ছেলে সাইফুল ইসলাম ( ৩২) ও রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত দুলামিয়ার ছেলে মো. শফিউল আলম (৪৫)।
পুলিশ সূত্র জানায়, রাত্রিকালীন টহল ডিউটির সময়ে দুটি গরু বোঝাই ট্রাককে থামানোর নির্দেশ দেয় পুলিশ। ওই সময় তাঁরা মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি।
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, একটি চক্র দীর্ঘদিন মায়ানমার থেকে গরু আনছিল এমন তথ্য ছিল আমাদের কাছে। কিন্তু চক্রটিকে হাতে নাতে ধরার অপেক্ষায় ছিলাম আমরা। অবশেষে ২২ টি গরু সহ তাদের আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, ধৃতদের বিরুদ্ধে চোরকারবার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া গরুগুলো এখনো আমাদের জিম্মায় রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর